একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
চাঁন মিয়ার এইবারের নির্বাচনী প্রতীক হলো ঢেঁকি। উনার মিছিলে স্লোগান উঠলো-
"চাঁনু মুন্সীর বুইড়া ঢেঁহি
যাইবো এবার, গেছেগারে, চিনলিনারে। "
এরকম মজার মজার কথা দিয়ে হতো নির্বাচনী প্রচার, মাইকিং, মিছিল। এরকম কিছু মজার মজার স্লোগান নিয়ে আমার আজকের এই আয়োজন।
এই স্লোগান গুলো আমার স্মৃতি থেকে নেওয়া।
"দিকে দিকে একি শুনি, হরিণ মার্কার জয়োধ্বনি"।
চেয়ারম্যানি নির্বাচনে একজন প্রার্থী পেলো হাঁস মার্কা উনার মিছিলে-
"ঐ হাঁস যাবে হাঁস যাবে বাঁশ যাবে"।
আরেকজন প্রার্থী পেলো আনারস উনার মিছিলে-
"গাল বেয়ে পরে রস, এইবার যাইবো আনারস"।
আমার আব্বা এগার বছর চেয়ারম্যান ছিলেন।
আমরা তখন ছোট। আমার মনে আছে শেষবার যখন আব্বা নির্বাচন করলো তখন আমি ছিলাম মিছিলের সম্মূখে, সেখানে আমি স্লোগান তুললাম-
"আমার ভাই তুমার ভাই
রহিম ভাই রহিম ভাই। ।
রহিম ভাইয়ের মার্কা কি
খেঁজুর গাছ খেঁজুর গাছ। ।
"
মানুষজনরে দেখি স্লোগান না দিয়ে হাসে। আমি তো কিছুই বুঝবার পারছিনা, তখন দেখি আব্বা এসে আমাকে বললো জ্বি ভাই আপনি অনেক কষ্ট করেছেন। এখন বাদ দিন।
সংসদ নির্বাচনের স্লোগানও কিন্তু জটিল টাইপের।
"এক জিয়া/মুজিব লোকান্তরে
লক্ষ্য মুজিব/জিয়া ঘরে ঘরে"।
"আর দিওনা নৌকায় ভোট
এবার যাবে ঐক্যজোট"।
"আর যাবেনা ঐক্যজোট
এবার দিবেন নৌকায় ভোট"।
"বার টাকা সের চাল খেতে চাও
নৌকা মার্কায় ভোট দাও"।
এরকম অসংখ্য মজার মজার স্লোগানে স্লোগানে আকাশ ভারী হয়ে যেত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।