আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের মিছিলে

এখানে যা লিখব, সবই সত্য-মিথ্যা-কল্পনা! বাস্তবতার সাথে কোন মিল আছে কিনা আমি জানিনা। স্বস্তির সন্ধানে উদভ্রান্তের মত ছুটে বেড়াই প্রতিদিন-প্রতিরাত।
মানুষের মাঝে আমি বেঁচেছিলাম তথাকথিত মানুষ হয়ে কখনো ইট-পাথুরে সভ্যতার অনুগত নাগরিক হয়ে কখনো'বা সোদা মাটির গন্ধমাখা নিভৃত পল্লীতে তারপর একটু একটু করে একদিন মরেও গেলাম আমার লাশটা বেঁচেছিল অনেকদিন তোমাদের মিছিলে আমি হেঁটে গেছি প্রতিনিয়ত অলিগলি থেকে রাজপথে শহরের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে অথচ কেউ বুঝতেও পারলনা কোনো শেষকৃত্য নয় নয় কোনো শবযাত্রা কিংবা প্রার্থনা অভিশপ্ত জীবনের প্রতিনিধিত্ব করে গেছি আমি একাই রাত প্রহরীর বিষাদী বাঁশির শব্দ শুনে শুনে কখনোবা স্লোগানমুখর মিছিলে তোমাদের মাঝে, তথাকথিত মানুষ হয়ে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.