*** -- ‘ধর্ম নিয়ে কোনো আলোচনায় যাওয়ার আগে, প্রত্যেকের উচিত তার নিজের ভাষায় নিজের জাতধর্মগ্রন্থটি কমপক্ষে ছয় মাস পূর্ণ মনোযোগ দিয়ে পড়া। যে নিজেকে ধার্মিক হিসেবে প্রকাশ করতে চায়, তার প্রতি কমপক্ষে আগামী আটমাস (‘ছয় মাস’ধর্মগ্রন্থ পড়ার জন্য+ নিজের পরিবারের মধ্যে চর্চার মাধ্যমে, --নিজেকে তাদের মতো, যারা প্রতিবেশীদের অশান্তির কারণ নয়,--এমন একজন ধার্মিক হিসেবে গড়ে তোলার জন্য কমপক্ষে ‘দুই মাস’= আট মাস) তার নিজের সংশোধনের জন্য ব্যয় করার জন্য সবিনয় আবেদন রইলো।’- -ইহা দেখামাত্রই আমরা যাহারা সত্যকে প্রতিষ্ঠার স্বঘোষিত ইজারাদার সাজিয়াছি, এমনভাবে ক্ষেপিয়া উঠি যে, আমাদের উন্মত্ত আচরণে আমরা সকলের সামনে উলঙ্গ হইয়া যাই, আর আমাদের সযত্নে লুকাইয়া রাখা সহজাত অশ্লীলতাগুলি এমনভাবে প্রকাশ পাইতে থাকে যে, আবেগাক্রান্ত আমরা কোনোভাবেই তাহা থামাইয়া রাখিতে পারি না। ইহা এমনি যন্ত্রণাময় যে, যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া আমাদের কেহ কেহ যন্ত্রণামুক্তির আশায় আত্মঘাতী বাহিনীতে ঢোকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।