আমাদের কথা খুঁজে নিন

   

কমপক্ষে নিজেদের জন্য একটা হাসপাতাল বানান

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমাদের দেশের রাজনীতিবিদরা অসুস্থ হলে সিঙ্গাপুর বা ব্যাংকক যায় চিকিৎসার জন্য। যেমন এখন স্বরাষ্ট্র মন্ত্রী গেছেন সিঙ্গাপুরে। তিনি বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়ে এখন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। যার যেখানে ইচ্ছা চিকিৎসা নিতেই পারেন, সে বিষয়ে কিছু বলা উচিত নয়। কিন্তু আমার কাছে অবাক লাগে আমাদের মতো আম-জনতার জন্য চিকিৎসা ব্যাবস্থা তো হলোই না এ দেশে, এমনকি যে রাজনীতিবিদরা রাষ্ট্রক্ষমতায় থাকল দিনের পর দিন তাদের নিজের জন্য একটা আন্তর্জাতিকমানের নির্ভরযোগ্য হাসপাতাল বানাতে পারল না তারা।

যারা নিজেদের চিকিৎসার জন্য একটি ব্যবস্থা করতে পারল না, তারা জনগণের জন্য ব্যবস্থা কি রেখেছে সেটা ভেবে আর লাভ কী ? আমরা আম-জনতা চিরকালই বঞ্চিত। আমাদের দেশে কত টাকা ফালতু কাজে ব্যয় হয়, একটি ভালো হাসপাতাল, আন্তর্জাতিকমানের হাসপাতাল করার জন্য কি সরকার ব্যবস্থা নিতে পারে না ? আমাদের রাজনীতিবিদরা যখন বিদেশে যায়, তখন কি আমাদের লজ্জা লাগে না ? সামান্য বাথরুমে পড়ে যাওয়ার চিকিৎসাও যদি আমাদের এখানে না হয়, তো জাতি হিসেবে আমাদের অর্জনটা আর হল কী ? মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো একটি হাসপাতাল বানাতে কত টাকা লাগে ? আসলে আমাদের টাকার সমস্যা ততটা নাই, সমস্যা হল উদ্যোগের। দয়া করে রাজনীতিবিদরা কি একটা উদ্যোগ নেবেন ? তাদের নিজেদের জন্যই তো একটা হাসপাতাল দরকার। আম-জনতা যদি আপনাদের বদৌলতে ভাল চিকিৎসা পাওয়ার সুযোগ পায়, খারাপ তো হবে না। নিজেদের জন্য একটা হাসপাতাল বানান, প্লিজ।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.