বিশ্ববিদ্যালয় আইন ২৭(৪) ধারা বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাইকোর্ট ও জাতীয় প্রেসক্লাবের মাঝখানে সড়ক দ্বীপ কদম ফোয়ারার সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। এ সময় ময়মনসিংহ-৬ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ ওই রাস্তা ধরে সচিবালয়ে যাচ্ছিলেন। কিন্তু বিক্ষোভের কারণে তার গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১৩-৪৮৫২) কদম ফোয়ারার কাছে আটকা পড়ে। তখন পুলিশ তার গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানালে শিক্ষার্থীরা উল্টো ওই সাংসদের গাড়ির সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা মার্কার পেন দিয়ে ওই গাড়িতে বিভিন্ন স্লোগান লেখে বিক্ষোভ করছে। গাড়িতে আন্দোলনরত শিক্ষার্থীরা লিখেছে- ‘শিক্ষাদুর্নীতি হতে দেব না’; ‘টাকা খাব, দেশের সব সম্পত্তি চুরি করব (মন্ত্রী)’; ‘মন্ত্রীর দালালরা সাবধান’; ‘চোর বাটপার দুই টাকায় কিনা গাড়ি (সংসদ সদস্য)’। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের গাড়িটি উদ্ধার কারা যায়নি। তার গাড়িতে থাকা কিবরিয়া বাংলানিউজকে জানান, সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ জরুরি কাজে সচিবালয়ে যাচ্ছিলেন। ref : banglanews
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।