বর্তমান সংসদ অনেক নতুন বৈশিষ্টের অধিকারি। আমার মতে অন্যতম নতুন প্রধান বৈশিষ্ট হল দুই পরগাছা সাংসদ। যে অন্য গাছের বসবাস করে জীবন নীর্বাহ করে তাকেই পরগাছা বলে। এই দুই পরগাছা সাংসদ হল ১। রাশেদ খান মেনন ২।
হাসানুল হক ইনু। তাদের কথায় মনে হয় তাদের মত দৃঢ় চরিত্রের রাজনীতিবিদ আর কেউ নেই। কিন্তু তাদের বাস্তব রাজনৈতিক আচরন তা প্রমান করে না। এই দুই রাজনীতিবিদ তাদের নিজেদের প্রতিক বর্জন করে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে সাংসদ হয়েছেন। তাই আমি তাদের পরগাছা সাংসদ হিসেবে অবিহীত করছি।
শপথ গ্রহনের সময় আমি এই দুই সাংসদের হাস্য উজ্ঝল ভিডিও ফুটেজ দেখে আমার মনে হয়েছে তারা এক সময় ঘর জামাই হতে প্রবল ভাবে ইচ্ছুক ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।