আমাদের কথা খুঁজে নিন

   

অসভ্য সাংসদ



জাতীয় সংসদ সদস্য যাদের আমরা সাংসদ বলি যদিও এই শব্দটির আদৌ কোন অস্তিত্ব নাই। তবু সাংসদ শব্দটি একরকম প্রতিষ্ঠা পেয়েছে আমাদের কথাবার্তা ও লেখালেখিতে। সাংসদ নিয়ে কথা বলার বিষয় না হলেও প্রসঙ্গটি হচ্ছে সংসদ সদস্য যেমন বিকৃত হয়ে সাংসদে পরিনত হয়েছে, তেমনি কতিপয় সাংসদ বিকৃত হতে হতে অসভ্য হয়ে গেছে বলেই মনে করেন বিজ্ঞ মহল। সম্প্রতি গফরগাঁয়ের সাংসদ গিয়াস উদ্দিন তার ইশারায় সাঙ্গ পাঙ্গদের দিয়ে সাংবাদিক পিটিয়ে বেশ আলোচিত হয়েছেন। যদিও কেউ কেউ বিষয়টিকে আলোচনা না বলে সমালোচনা বলতে আগ্রহী কিন্তু আলোচনা বলা হচ্ছে ঐ সাংসদেরা বিষয়টিকে আলোচনাই মনে করেন, কারণ খুব সহজেই পরিচিতি পাওয়ার মাধ্যমকে তারা সমালোচনা বলতে নারাজ। ইতিপূর্বে গফরগাঁয়ের সাংসদ ছিলেন আলতাফ হোসেন গোলন্দাজ, তিনি ও ছিলেন নানা কারণে আলোচিত। চট্রগ্রামের সাংসদ আব্দুল লতিফ, কক্সবাজারের সাংসদ বদিউর রহমান আলোচিত হয়েছেন। সাংবাদিক নির্যাতনে আগে জয়নাল হাজারী আলোচিত হয়েছিলেন। জোট সরকারের বেশ কয়েকজন সাংসদ এই কাজে পারদর্শিতা দেখিয়েছেন। মোট কথা হচ্ছে সাংসদ যদি এমন অসভ্য বনে যান তাহলে আর রাজনীতির থাকবে কী কেবলই দুর্বৃত্তায়ন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।