To love what you do or to do what you love is the question to be answered! সেদিন যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম একজন হকার পথে একটি বই বিক্রি করছিলেন। আমি খেয়াল করলাম বইটির শিরোনাম " সাধারন গ্যান " বা এই জাতীয় কিছু। আমি যথারীতি আবিশকার করলাম বইতে যা লেখা আছে তা আমার মত কারো কাছে জানার কথা ই না। বইয়ের লেখার মধ্যে কিছু বিষয় ছিল অতি অবিশ্বাস্য। আমি যে কোন কারনেই হোক না কেন একটু মজা ই পেলাম।
কারণ, বিক্রেতার উদ্দেশ্য যে খুব সাধু তা মানতেই হবে। ঐ বইয়ের তথ্য জানা থাকলে আপনার সাধারন গ্যান বাড়বে কিনা তা না জানতে বা বুঝতে পারলেও, আমি এইটুকু বুঝতে পারলাম যে আমার মত কারো যে অন্যকে ভড়কে দেয়ার জন্যে যথেষ্ট গ্যান আহরিত হতে যাচ্ছে এই বই পাঠে। কিন্তু, সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় ঐ মুহূর্তে এল সেটা হল আমরা আসলে এগুলো কী শিখছি ??? আমাদের তো আমার মতে এই সময়ে যেটা জরুরি সেটা হল আমাদের কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা শেখা। আমার মনে হয় আমাদের উচিত কোথায় কি হচ্ছে সেটা জানা আর তার থেকে কি ভাল বিষয়টা আমরা নিতে পারি সেটা খুজে বের করা। আমি চারপাশে যা দেখছি তা অনুযায়ী আমাদের উচিত এইটা দেখা যে আমাদের অনিয়ম গুলো কোথায়, তার কারণ গুলো কি কি, আর সেগুলোর সমাধান ই বা কিভাবে আমরা করতে পারি?
অথচ, আমরা কি পথে আসতে বা যেতে এই বিষয়ে কোন বই কোন হকারের কাছে দেখেছি কিনা? বা আদৌ, এই ধরনের বই কেউ প্রকাশ করেছে কিনা?
অনেক কথাই লিখে ফেললাম।
তবে আমার মনে হয় আমার সাথে হয়তোবা অনেকেই একমত হবেন আমার এই আলোচ্য বিষয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।