ব্লগ পড়তে ভাল্লাগে, লিখতে নয়।আর বন্ধুত্ব করতে ভালবাসি।akmamun66@gmail.com আমরা বাংলাদেশীরা কি একজন আরেকজন বাংলাদেশীকে সম্মান করতে জানি না?? আমরা সকল বাংলাদেশীরা জানি, ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন। আর এম এ মুহিত এভারেস্ট জয় করেন ২০১১ সালের ২১ মে। কিন্তু, এই জানা ইতিহাস বিকৃতি ঘটল 'সকাল বেলার পাখি’ সঙ্কলনে। ►বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নিয়ে এসব কি বিতর্ক চলছে! 'সকাল বেলার পাখি’ সঙ্কলনের সম্পাদক রহীম শাহ এবং লেখক ইনাম আল হকের লেখা নতুন বিতর্কের জন্ম দিলেন। তাদের ভাষ্য মতে, "বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।" এম এ মুহিত যদি মুসা ইব্রাহিমের আগে এভারেস্ট শৃঙ্গ জয় করে থাকে তবে সে এতদিন বাংলাদেশের পক্ষে প্রথম মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয় নিয়ে কোন প্রশ্ন তুললনা কেন?? এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করলে অন্যদেশের লোকেরা আমাদের দেশের মানুষ সম্পর্কে কি ধারনা গ্রহণ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।