আমাদের কথা খুঁজে নিন

   

এগুলো পড়েছিলেন আগে???(জোকস্)



রতন: জানিস, কোথাও বেড়াতে যাবার কথা হলে আগের দিন রাতে আমার ঘুমই আসে না। মদন: তুই এত বোকা কেন? আগের দিন রাতেই রওনা দিতে পারিস না? ====================================== তুহিন: জামাল,তোর পরনের গেন্জ্ঞীটার দাম কত? জামাল: দাম বলতে পারবোনা, কারণ গেন্ঞ্জীটা যখন দোকান থেকে নিয়েছিলাম, তখন দোকানদার ছিলোনা। ====================================== বল্টু: জানিস, আমার বাবা কত বড় সাঁতারু।একবার পদ্মায় ডুব দিয়ে যমুনা নদীতে গিয়ে উঠেছেন। নান্টু: যাহ! আমার বাবা আরো বড় সাঁতারু। এইতো সেদিন ওয়াসার ট্যাংকে ডুব দিয়ে পরেরদিন আমাদের বাড়ীর কল দিয়ে বেরিয়ে গেলো। ====================================== মেয়ের বাবা: আমার মেয়েকে যে বিয়ে করবে, ওকে খাওয়াবে পরাবে কি? তোমার আয় টা কতো শুনি? ছেলে: নিশ্চিত আয় টা ধরুন মাসে হাজারখানেক, আর এদিক ওদিক করে আরো হাজারখানেক। মেয়ের বাবা: কি! জানো,আমার মেয়ে আমার কাছ থেকে হাত খরচই পায় মাসে এক হাজার টাকা করে? ছেলে: জনাব, নিশ্চিত আয় বলতে আমি ওটাই মীন করেছি। =============================== ভদ্রলোক ভিখারীকে: কি হে, কাল দেখলাম একটা থালা পেতে পয়সা নিচ্ছ, আজ দুটো থালা দেখছি কেনো? ভিখারী: আপনাদের দয়ায় পয়সাকড়ি ভালোই পাচ্ছি, তাই একটা ব্রান্ঞ্চ খুললাম। =========================সংগৃহীত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।