জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... এগুলো কিসের আলামত....?
কিছুদিন আগে আসলো ভারতের সেনাবাহিনীর প্রধান,
তারপর আসলো পররাষ্ট্র মন্ত্রী,
তারপর সোনিয়া গান্ধী,
আজ আসবে স্বরাষ্ট্র মন্ত্রী,
এরপর আসবে প্রধান মন্ত্রী মনমোহন সিং....
পরপর একই রাষ্ট্রের টপ লেভেল ব্যক্তিগণ আসা যাওয়া আমার মধ্যে কিছু প্রশ্ন জাগে।
১। আমরা কি ভারতের সাথে কোনো চুক্তির মাধ্যমে বিশেষ কিছু পেতে যাচ্ছি নাকি দিতে যাচ্ছি?
২। আরো তো অনেক রাষ্ট্র পৃথিবীতে আছে কৈ তাদের রাষ্ট্র প্রধান কিংবা মন্ত্রীরা তো একসংগে এতো আসা যাওয়া দেখা যায় নাই আগে কখনো?
৩। যদি ভালো সম্পর্কই হয় তাহলে বিএসএফ এভাবে আমাদের দেশের লোকদের গুলি করে মারে কেন?এবং এগুলোর সরকারি ভাবে কোনো প্রতিবাদও হয়না।
অথচ দেশে বিরোধীদল কিছু বললেই আওয়ামীলীগের কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে যায়।
৪। ভারতের সাথে এই সরকারের কার স্বার্থে এতো মাখামাখি?
৫। আওয়ামীলীগ আসলেই ভারতের প্রতি কারণে অকারণে উপচে পড়া ভালবাসা দেখা যায়, কেন?
৬। প্রধান মন্ত্রী শেখ হাসিনা কি তার পেশী শক্তি দেখতে চাইছেন নাকি দাদাদের সাথে তার মাখামাখি সম্পর্ক আছে এটা বুঝাতে চাইছেন?
৭।
অথচ দেশে ডিজিটাল আওয়ামীলীগ সরকার নিজের খেয়াল খুশির কারণে বিরোধীদল ও অনেক দলের সাথে সাপে নৈউলে সম্পর্ক করে রেখেছে। কেন?
৮। পরিশষে জানার ইচ্ছা, এগুলো আসলে কিসের আলামত?
আপনারা কেউ জানলে একটু বলবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।