তারা হলেন স্ট্রাইকার ইউসুফ সিফাত, মিডফিল্ডার অরূপ বৈদ্য এবং দুই ডিফেন্ডার নাহিদুল ইসলাম ও তপু বর্মণ।
এই চার জন সম্পর্কে ডি ক্রুইফ বলেন, “বাদ পড়লেও তারা সবাই ভালো ফুটবলার। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত।”
বাদ পড়লেও সিফাতের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। তিনি বলেন, “প্রথম বারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে ভালো খেলার চেষ্টা করেছি। সামনে ঘরোয়া ফুটবল। সেখানে ভালো খেলে কোচের মন জয় করতে চাই।”
চার জন বাদ পড়ায় ক্যাম্পে এখন ২৬ জন আছেন। তারা হলেন বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, শহীদুল ইসলাম সোহেল, জিয়াউর রহমান, আরিফুল ইসলাম, নাসিরউদ্দিন, আশরাফ মাহমুদ লিঙ্কন, রেজাউল করিম, ইয়ামিন আহমেদ মুন্না, কেষ্ট কুমার, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, রায়হান হাসান, মামুনুল ইসলাম, প্রাণতোষ কুমার, জামাল ভূঁইয়া, ওমর ফারুক বাবু, মিঠুন চৌধুরী, মোবারক হোসেন, মেজবাবুল হক মানিক, জাহিদ হোসেন, সোহেল রানা, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ ও ওয়াহেদ আহমেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।