আমাদের কথা খুঁজে নিন

   

নান্দনিক ফুটবল ... সুন্দর ফুটবল

অচেনা .. অজানা ... অনন্ত ...

অনেক আশা নিয়ে সেই ছোট্ট বেলা থেকে প্রিয় দল্টিকে সাপোর্ট করে আসছি ... এরা সুন্দর ফুটবল খেলে, নান্দনিক ফুটবল খেলে বলে। যদি ও প্রথমে করতাম এই দলের একজন প্লেয়ার এর জন্য। মেরাডোনা ... আসধারন একজন ফুটবলার। কাল অনেক খারাপ লেগেছে। প্রচুর উন্মাদনা হয়েছে, তার খেশারত ও দিতে হয়েছে অনেক কে।

উন্মাদনা কক্ষনও ভাল ফল বয়ে আনবে না। যদি কেও আসল ফুটবল ভক্ত হয়ে থাকেন, আমার মতে তিনি হবেন সুন্দর ফুটবল এর ভক্ত। কাল আমার দল হেরেছে তো কি হয়েছে, গতকাল রাতে আমি স্পেইন এর খেলা খুব ই উতশাহ নিয়ে দেখেছি । আমার কিছু বন্ধু দের কথা শুনে আমি অবাক হই। এরা অনেকে ই বিভিন্ন দলের সাপোর্ট করে, যাদের বক্তব্ব হচ্চে, প্রিয় দল হেরেছে তাই আর খেলা দেখবে না।

এরা কি আসলে অ ফুটবল ভক্ত? আসুন সবাই মিলে পণ করি যে, আমরা আর কক্ষনও বারাবাড়ি করব না। যেই দলের ই খেলা হউক, কাধে কাধ মিলিয়ে দেখবো। ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ বলবো। এই জাতিও কথা কম্মেন্ট করাতে, আমাকে অনেকে বলেছে আমি শস্তা সেন্টিমেন্ট দেখাচ্চি!!! শস্তা সেন্টিমেন্ট যদি ভালো হয়, সুন্দর চিন্তা হয়, আমরা কি তা বেছে নেব না? আসুন সবাই মিলে, একে অন্নকে কস্ট না দিয়ে, সুন্দর ফুটবল দেখি। সবাই অনেক ভালো থাকবেন ... অনেক ভালো ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.