পৃথিবীর একটি আন্তরজাতিক খেলার নাম ফুটবল। এর আরেক নাম সকার/soccer.পথিবীর শত ভাগ দেশ এই ফুটবল খেলে। উল্লেখ যোগ্য ব্রাজিল,আরজেনটিনা,ফ্রান্স,ইতালি,স্পেইন ইত্যাদি। এসব দেশ ফুটবল খেলায় পটু। প্রতিটা
দেশে কোনো না কোনো স্টার প্লেয়ার আছে।
আরজেনটিনা থেকে আছেন মেসি,মেরাডোনা,তে-
ভেজ,রিকুয়েলমে,সেভিওলা ইত্যাদি। ব্রাজিল থেকে আছেন রোনালদো,রোনালদিনহো,কাকা,
পাতো,মারসেলো ইত্যাদি। বর্তমানে ফিফা র্যনকিং এ টপ ৫ দেশ হল: ১.Brajil ,2.Arjentina,3.Spain ,4.Garmany & 5.Portugal.
বর্তমানে পৃথিবীর সেরা খেলোয়ার মানা হয় ক্রিসটিয়ানো রোনালদো কে। তাকে পৃথিবীর
fastest খেলোয়ার ও বলা হয়। ফুটবলের ইতিহাসে রোনালদোর মত খেলোয়ার এখন পর্যন্ত দেখা যায়নি।
আমার মতে রোনালদো ই পৃথিবীর ইতিহাসে সেরা খেলোয়ার থাকবে।
By: Snigdho Hasan
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।