আমরা সবাই ফুটবল- যার যখন যেভাবে খুশি লাত্থি দিচ্ছে। আ.লীগ জ্বালানী তেলের দাম বাড়িয়ে নতুন করে জন- দুর্ভোগ বাড়ানো মাত্রই বি এন পি'র আঁতে ঘা লাগল। তারা আ.লীগ' কে ফাঁকা মাঠে গোল দিতে দিবেনা। তাই তারাও হরতাল দিয়ে দিল! দুর্ভোগ জবাব তারা দুর্ভোগ দিয়েই দিল। আচ্ছা বলুন তো কালকের হারতাল দিয়ে কি লাভ'টা হবে আমাদের।
তেলের দাম কমবে? অবশ্যই না। তাহলে শুধু শুধু কেন এই হারতাল? যারা বলবেন হরতাল দিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হল, তাদের কাছে আমার প্রশ্ন, প্রতিবাদের ভাষা কি শুধুই হারতাল? কেন মানব-বন্ধন, বিক্ষোভ- সমাবেশ, অনশন বা অন্য কিছুই ছিলনা? কেন আমাদেরকে ফুটবল বানিয়ে এত কষ্ট দেয়া? সরকার তো তেলের দাম বাড়িয়েই খালাশ, তাদেরকে তো আর গাড়ীর তেল কিনতে হয়না বা পাবলিক বাসে চড়তে হয়না, কারেন্ট বিলও দিতে হয়না। রাষ্ট্রীয় কোষাগার থেকেই তাদের 'সম্মানী' হিসাবে গাড়ীর তেল দেয়া হয়, কারেন্ট বিলও দিয়ে দেয়া হয়। (অনেকে আবার নাকি সেই তেল এবং টাকা হাপিস করে দেয়! ) অন্যদিকে বিরোধী দলও হারতাল ডেকে তাদের দায়িত্ব শেষ বলে মনে করছে। আরে ভাই, এমন কর্মসূচী কেন দেন যা আপনাদের প্রতি সহানুভূতিশীল হবার সম্ভাবনাকে কমিয়ে দেয়? কেন আপনারা কেউ আমরা কি চাই তা বুঝতে পারেন না? বি. এন. পি. হয়ত এরপরেও বলবে, জনগনের জন্যই এই হরতাল।
তাহলে আমি তাদের বলব, জনগন তো আরও কিছু চায়, তার কি হবে? আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার চাই। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চাই। সাভার এর ছাত্র হত্যাকাণ্ডের বিচার চাই। কলেজ ছাত্র লিমনের জন্য ন্যায়বিচার চাই। টাঙ্গাইলে, সাভারে, বাগেরহাটে আমার বোনদের উপর মধ্যযুগীয় কায়দায় যে বর্বরতা চালানো হয়েছে তারও বিচার চাই।
কই আপনারা তো কেউ এই ব্যাপারে কিচ্ছু বলছেন না? আপনারা কি পারতেন না বিশ্বজিতের হত্যাকারীদের বিচারের দাবিতে একটা দিন হরতাল দিতে? কিংবা টাঙ্গাইলের কুলাঙ্গারদের ফাঁসীর দাবিতে হরতাল দিতে, অন্তত কোন একটা সেমিনারে কিছু তো বলতে পারতেন। এম্নিতে তো কত হারতাল দিলেন, সেমিনারে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেন অথচ আমার বোনদের জন্য কিছুই করলেন না, আমার ভাই হত্যার বিচার চাইলেন না। আসলে আপনাদের কোন দোষ নেই, আমরাই খারাপ। আমরাই আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করি এরপর তার খেসারত দেই। আমরা ফুটবলের কপাল নিয়ে জন্মেছি তাই আপনাদের লাত্থি খেয়েই আমাদের বেঁচে থাকতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।