আমাদের কথা খুঁজে নিন

   

নিজস্ব অনুবাদে প্রিয় কবি লিওনার্দ কোহেনের পংক্তি

http://www.myspace.com/423882880/music/songs/31785002 শিকল আমার জনম, স্বাধীনতা আমার জীবন! ঝড়ো একটা সময়, যখন শুকনো পাতারা হাসপাতালের জীর্ণ দেয়াল ফুঁড়ে উঠছিল তরতরিয়ে। বেঁচে ছিলাম এক ভীত সময়ে ফুটবল টীমের মতো গাদাগাদি করে ওরা যতটুকু দিয়েছিলো, নিয়েছিলো ঢের মাপসই এক ফানেলের গহীনে ছুঁড়ে দিয়েছিলো আমায়! সাথে ছিল উপহার আর কিছু সতর্কবার্তা : " তোমাকে উদার-হৃদয় দিচ্ছি তবে ওয়াইন তোমাকে ঘৃণা শেখাবে ! চাঁদ হবে সহোদর কিন্তু ঘুমের বড়িতে পাবে অসুখী নারীর আলিঙ্গন। প্রতিটি ভালোবাসার দখলে তুমি হারাবে স্মৃতির তুষারকণা।" * ২১ সেপ্টেম্বর ছিল প্রিয় কবি, গায়ক লিওনার্দ কোহেনের জন্মদিন। কবিতাটি "আকাঙ্খার খেরো খাতা" (Book of longing )- কাব্যগ্রন্থের অংশবিশেষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।