জীবন মানেই সুখ-দুঃখের এক মিলনাঞ্চল। যেখানে অগণিত ছোট-বড় অনেক সুখ-দুঃখের মাঝে একটা ছোট দুঃখ হল মনের কথা বলতে না পারা। হয়তো নিত্যদিনে ব্যাপারটি অতটা প্রাধান্য পায়না তবে যখন তার বঁাধ ভেঙে যায় তখন সেই মনকে আরো অনেক বেশি দুঃখ পেতে হয়। এজন্যই মনে হয় মনের কথা মনে বেশি জমিয়ে না রেখে তা প্রকাশ করাটাই শ্রেয়।হোক তা দুঃখের,সুখের,ক্ষোভের কিংবা ভালবাসার। তাহলেই কারো মুখে কখনো 'ইস্' কথাটির মত কোন আফশোসবোধক কথার বহিঃপ্রকাশ হবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।