ধিক্কার তাদের যারা স্বার্থপরতা, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতায় মানুষকে পরাজিত করতে চায়..... যত দূর দেখেছি ঢোলকলমি আতংকে অতৃপ্ত দূর স্মৃতিঘর। অনিয়ম চলে বহুদূর আত্মবিলাসী অভিযাত্রী নিসর্গ আয়ুস্মান প্রাণ সবুজ সৌরভ সমারোহ দাবানল কাঁঠালী চাপার নিদারুণ চেয়ে থাকা। অবশেষে সুখের মুর্চ্ছনায় চলমান নিরক্ষীয় মনন নীল সমুদ্র মোহনা। আত্মিক দিগন্তে বিস্ময় পৃথিবী শূণ্য ভেলায় ভাসমান ভূলে থানা যৌবন বাসনা। রঙমাখা আত্মার চাওয়া পাওয়া স্বরূপ সন্ধানে অরূপ প্রত্যাশা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।