সোমবার রাতে মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. মিলন হোসেন (২৩) বরগুনার পাথরঘাটা উপজেলায়।
আহত ট্রাকচালক আলমগীর হেসেন (৩০) ও মাছ ব্যাবসায়ী জাকির হোসেনকে (৫৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাথরঘাটা থেকে ইলিশ মাছ বোঝাই ট্রাকটি খুলনা যাচ্ছিল।
রাত সোয়া ৮টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।