বুধবার সকালে শহরের বাইপাশ সড়কে পৌরসভার পানির ট্যাংক নির্মাণের জন্য তৈরি বাঁশের অবকাঠামোটি ভেঙ্গে পড়ে পল্লী বিদ্যুতের আওতাধীন সদর, নাজিরপুর, স্বরূপকাঠি ও জিয়ানগর উপজেলার প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে বিদ্যুৎ লাইনের ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম রবীন্দ্র নাথ দাস জানান, বাঁশের অবকাঠামো ভেঙ্গে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
লাইনে মেরামতের কাজ শুরু হয়েছে। সন্ধ্যা বা তার পর পরই গ্রাহকরা বিদ্যুৎ পাবেন বলে আশা প্রকাশ করেন রবীন্দ্র নাথ দাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।