আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন

মঙ্গলবার জেলা প্রশাসক অনল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভাব্য দুর্যোগ এড়াতে সরকারি নির্দেশনার আলোকে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
জেলার সকল উপজেলার ইউএনওদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।
জেলা সদরের ত্রাণ বিভাগ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে।
এছাড়া জেলার সবচেয়ে দুর্গম উপজেলা মঠবাড়িয়ায়  রেডক্রিসেন্ট সোসাইটির নয়শ’ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।
জরুরি প্রয়োজনে চর এলাকা থেকে জনগণকে  নিরাপদ স্থানে এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনকে শুকনো খাবার, জীবন রক্ষাকারী ঔষধসহ বিভিন্ন নৌবন্দরে জলযান প্রস্তুত রাখতে বলা হয়েছে।
জেলার সাত উপজেলায় ৭৭টি মেডিকেল টিম প্রস্তুত এবং সাইক্লোন শেল্টারগুলোকে খোলা রাখা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.