আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে গাড়ি ভাংচুর, অবরোধ

বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে তারা।
এদিকে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, ১৮ দলের কর্মীরা পিরোজপুর-নাজিরপুর সড়কে সরকারি গাছ কেটে এবং শহরের বিভিন্ন মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ দেয়। 
হরতালের কারণে জেলার চারটি ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গলিতে পিকেটিং করে।
পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড় পুল এলাকায় পাঁচটি ট্রাক ভাংচুরসহ বাইপাস ও ধূপপাশায় কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে।
তিনি বলেন, নাশকতার আশঙ্কায় রাতে বিভিন্ন বাসাবাড়ি থেকে ছাত্রদল নেতা মো. রাজীব শেখসহ চার নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, সকালে শহরের টাউন স্কুল মোড়ে পিকেটিং করার সময় পুলিশের রাইফেলের বাটের আঘাতে ছাত্রদল নেতা ইমরান আহম্মেদ সজীব ও তানজীদ হাসান আহত হয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.