বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার সকালের এ দুই অগ্নিকাণ্ডের জন্য দল দুটি পরস্পরকে দায়ী করছে।
সকালে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান ও সদর ইউএনও মেরিনা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান দুটি অফিসেই পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের প্রধান সড়কের পাশে আওয়ামী লীগ জেলা কার্যালয়ে আগুন ধরে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অফিসের আসবাবপত্র, দরজা-জানলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া অফিসের পাশে থাকা একটি গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারও সম্পূর্ণ পুড়ে যায়।
জেলা আওয়ামী লীগ সভাপতি আকরাম হোসেন খান জানান, জামায়াত-বিএনপির সমর্থকরা জেলা অাওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে।
এর আগেও জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের একাধিক কার্যালয়ও তারা পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগ সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহরের আইনশৃঙ্খলার আবনতির জন্য ১৮ দলের নেতাকর্মীদের দায়ী করেছে।
দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খান সংবাদ সম্মেলনে তাদের দলীয় কার্যালয় অগ্নিকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না, যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ছাত্রলীগ সভাপতি হাসান আম্মান প্রমুখ।
এদিকে, বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার সকালে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক বিএনপি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে এসে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।
এতে বিএনপি অফিসের টেলিভিশনসহ সকল আসববাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় কর্তব্যরত সংবাদকর্মীদের এবং ফায়ার সার্ভিসের লোকজনকে একদল যুবক বাধা দেয় বলে অবিযোগ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, প্রকাশ্যে পুলিশের ছত্রছায়ায় তাদের অফিসে আগুন দেয়া হয়েছে।
তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, ফারুক হোসেন সিকদার বলেন, দুটি অফিসেই পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে।
বিএনপি কার্যালয়ে আগুন নেভাতে যাওয়ার সময় একদল যুবক তাদের বাধা দেয় বলেও তিনি জানান।
পুলিশের ছত্রছায়ায় বিএনপি অফিসে আগুন দেয়ার কথা অস্বীকার করে পিরোজপুর সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। দুটি ঘটনাই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।