এইভাবেই কেটে যায় সকাল সন্ধ্যা রাত ফেসবুক এ পরিচয় দু্ইজনের । বলতে গেলে হঠাৎ করেই। কোন একটা ফ্যান পেজ থেকে। কিন্তু ঘটনা হল দুইজন দু্ই দেশের। যেভাবে বিদেশী বন্ধুদের সাথে connection থাকে সেইভাবে তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে।
তার আগে বলে ফেলি মেয়েটি পাকিস্তানের আর ছেলেটির এই বাংলাদেশে। মেয়েটি ১৯৭১ সালের মুক্তিযুদ্বের কথা জানে এবং হানাদার বাহিনীর অত্যাচার কথা জেনে লজ্জিত বোধ করে। আবার এ ও বলে দুইদেশ এক থাকলে কত ভাল হত।
এইভাবেই চলতে থাকে তাদের সর্ম্পক। ফেসবুক, স্কাইপি, মেসেন্জার সব খানে।
প্রথমে সপ্তাহখানেক পরপর, এরপর প্রতিদিন চ্যাট। প্রথমে ভালো বন্ধু, অতঃপর আস্তে আস্তে ভালো লাগা। দৈনন্দিন জীবনের শত ঘটনা সব তাদের শেয়ার করা চায়। একদিন কথা বলতে না পারলে তাদের অস্বস্তি শুরু হ্য়।
একদিন ছেলেটি মজা করে মেয়েটিকে প্রপোজ করে ফেলে।
মেয়েটি ও সাড়া দেয়। কিন্তু এতদিন পর তাদের খেয়াল হয়, দুইজন দুইদেশের, তাও আবার একসময়ের শত্রু। ভালোবাসা তাদের কখনও পূর্ণতা পাবার নয়।
মেয়েটি নীরবে অশ্রু ফেলে, ছেলেটি নিজেকে বাস্তবতার সামনে দাঁড় করায়। আর এইভাবেই চলতে থাকে তাদের পথচলা।
কিন্তু তাদের সর্ম্পক এখনও অটুট।
ভালোবাসা এইভাবেই থেকে যায়। (সর্ম্পূণ সত্য ঘটনা অবলম্বনে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।