ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! সবগুলো ভিডিও গান একসাথে কালেকশন করলাম।
মনের মাঝে তুমি দেখেননি এমন পাবলিক মনে হয় কম ই পাওয়া যাবে। আমিও দেখেছি। কয়েকবার দেখেছি। একা দেখেছি বন্ধু-বান্ধবদের নিয়েও দেখেছি।
একদিনে দুইবার ও দেখেছি। মধুমিতার ব্ল্যাকারদের কাছে ভাল পরিচিত হয়ে গিয়েছিলাম তখন
বান্ধবীদের বান্ধবীরা বলেছিল এটা হিন্দি সিনেমার নকল। তাতে কি আসে যায়। আমি তো আর হিন্দি সিনেমা দেখিনা। তবে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানগুলো সত্যি ই অসাধারন লেগেছিল।
যা হিন্দি মুভির সাথে একটু ও মিল ছিলনা। যাক আপনাদের আর অপেক্ষা না করিয়ে সবগুলো গান আরেকবার দেখাই। ভাষা হয়ত বুঝে আসবেনা। অসুবিধা কি?মনের মাঝে তুমির গানের কথা শুধু মিলিয়ে নেবেন
আকাশে বাতাসে হল এটা
তারপর আকাশ ছোয়া...
তারপর প্রেমি ও প্রেমি..
তারপর চুপি চুপি কাছে আসা...
তারপর দুঃখের গানটা....
আর কি দেখবেন?পুরা তেলুগু মুভি "মানাসান্তা নুভভা" মুভি ই হইল আমাদের মনের মাঝে তুমি!
হায়রে আমাদের বাংলাদেশের সিনেমা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।