আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে আম্লীগ ডুবছে

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!! আম্লীগ ডুবছে থাবা বাবা দিয়া। নাস্তিক ইস্যু দিয়া। প্রায় ৯০% মুসলমানের দেশে নাস্তিকরা গ্রহনযোগ্য নয়।

নাস্তিক মানেই এখানে কিছু অস্বাভাবিক, অসামাজিক মানুষ যারা ভীতির বস্তু। এদেশে মানুষ সারা মাসে নামাজ পড়ে চার ওয়াক্ত, জুম্মাবারের দিনগুলিতে। কিন্তু প্রায় প্রতিদিনই হিন্দুস্তানী সিরিয়াল দেখে, নাচ গান দেখে। ধর্ম আর অধর্মের এক অপূর্ব সম্মিলন। এদেশের শিবির চ্যালারা অশ্লীল নাচ গান করা শাহরুখের গুন গায়, যদিও সে হিন্দুস্তানী, তার বউ হিন্দু।

কারণ শাহরুখ হইলো উত্তর ভারতীয়, আর্য জাতের, সাদা চামড়ার প্রভু গোষ্ঠীর একজন। এইসব হিন্দুস্তানী প্রভুরা বহুদিন বঙ্গে রাজত্ব কইরা গেছে। শাহরুখের ঘরে ফুল ফ্যসিলিটির মন্দিরও আছে। মন্দিরে হিন্দু দেব দেবীদের সাথে এক কাতারে পবিত্র কোরান রাখছে সে। শাহরুখের ঘরের মন্দিরে জ্বলে অগ্নিশিখা।

তারপরেও শাহরুখ ভালো। শাহরুখ ধর্মনিরপেক্ষ হইলেও সে ভাল। শাহরুখ মুসলমান হইয়া হিন্দু রমনী নিয়া ঘরে মন্দির বানাইয়া সংসার করলেও শাহরুখ ভাল। শিবিরের চ্যালাদের জন্য শাহরুখ হইলো আদর্শ। কারণ সম্ভবত সে একজন হিন্দুস্তানী, প্রভু গোষ্ঠীর।

শাহরুখ খানের দুই ছেলে মেয়ে। আরিয়ান এবং সোহানা। আরিয়ান মানে হইলো আর্য। মানে শাহরুখের সেই হিন্দুস্তানী সাদা চামড়ার জাত। যেই জাত হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ "বেদ" নিয়া আসছিল ভারতে।

বৈদিক সেই জাতের নাম আর্য বা আরিয়ান। শাহরুখ তার ছেলের নাম রাখছে আরিয়ান। মুসলমান হউক আর যাই হউক জাতগৌরব কমাইতে একবিন্দু রাজী না হিন্দুস্তানীরা। উপরের ভিডিওতে দেখা যাইতাছে ঘরে প্রতিষ্ঠিত মন্দিরে শাহরুখ খান তার ছেলেকে হিন্দু পুরোহিতের কাছে বলছে পূজা করার জন্য। শাহরুখের ছেলে গায়ত্রী মন্ত্রও জানে।

শাহরুখ আরও বলতেছে যে মূল পূজা আরিয়ানই করবে। সোহানাও পুজা করবে। আর শাহরুখের কাছে হিন্দু দেব দেবী বা ইসলামিক আল্লাহ/ঈশ্বর সবই গুরুত্বপূর্ণ। পূজার মন্ডপে বেদীতে রেখেছে সে পবিত্র কোরান। তা প্রিয় বাঙ্গালি মুসলমান থুক্কু সৈয়দ বাংলাদেশী শাহরুখভক্তরা আপনারা চালিয়ে যান।

আওয়ামী লীগ বাঙ্গালি মুসলমান হইতে গেছিল, তাই মরছে। তাই আওয়ামী লীগ তার অপজিশন সৈয়দ বাংলাদেশীদের মত এখন শেখ বাংলাদেশী হওয়ার চেষ্টায় আছে। বাঙ্গালি মুসলমানেরা নামাজ কালাম পড়ে, লোকসংগীত গায়, একতারা বাজায়। কিন্তু এইসব দিয়া এখন আর চলব না। এখন দরকার বাংলাদেশী খানদের।

বাঙ্গালি কলিমুদ্দিন, সলিমুদ্দীনের ভাত নাই, এখন সময় সৈয়দ বাংলাদেশী, শেখ বাংলাদেশীদের। যারা শাহরুখের মত আর্য, যারা নিজেদের বাঙ্গালি নামক অচ্ছ্যুত জাতির পরিচয় দেয় না, যারা নিজেদের পূর্বপূরুষের তরিকা খোজে হিন্দুস্তানে, যারা বাংলাদেশী, তারাই এখন ফর্মে। লুঙ্গি কাছা মারা খালি পায়ে যুদ্ধ করা সেইসব বাঙ্গালির এখন আর ভাত নাই। দরকার হিন্দুস্তানী তরিকার সৈয়দ, শেখ ইত্যকার বাংলাদেশীদের। হিন্দুস্তানী তরিকার হইলে ঘরে মন্দির বানাইলেও সমস্যা নাই, শাহরুখ খান জিন্দাবাদ।

ও হ্যা, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদের মত বাংলাদেশ জিন্দাবাদ হবে। জয় বাংলা নামক অচ্ছ্যুত বাঙ্গালির বাংলা শ্লোগানে এখন দিন চলবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.