মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লম্বাটিলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর মধ্যে এ গোলাগুলি হয়।
লক্ষিছড়ি সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।”
তবে, নিহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর সেনাবাহিনীল একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন কাওসার।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষিছড়ি সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন আরাফাত বলেন, দুপুর ১টা ৪০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ গোলাগুলি হয়। ইউপিডিএফ ও জেএসএস প্রায় ৫০/৬০ রাউন্ডের ছুঁড়ে।
গোলাগুলির খবর শুনলেও ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন লক্ষীছড়ি থানার ওসি মো. কামরুল হাসান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।