আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে ৮ আ. লীগ নেতা ‘অপহৃত’

পুলিশ সুপার শেখ মিজানুর রহমান বলছেন, শুক্রবার সন্ধ্যায় অপহরণের অভিযোগ পেয়ে রাতেই তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথবাহিনীর সদস্যরা।
নিখোঁজ আট জন হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেম্রাচাই মারমা, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ও মিলন কান্তি চাকমা এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী স্বপন চাকমা, সাথোয়াই অং মারমা, রতন চাকমা, দয়া চাকমা ও লেলিন চাকমা।  


স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফের লোকজন শুক্রবার বিকালে ওই আট নেতাকর্মীকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, “ইউপিডিএফ সদস্যরা তাদের অপহরণ করেছে বলে ধারণা করছি আমরা।


মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন জানান, ওই আট নেতাকর্মী নির্বাচনী কাজে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসেছিলেন। ইউপিডিএফের একজনের ফোন পেয়ে তারা চলে যান। এরপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
অবশ্য ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র নিরণ চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগের এক নেতা জানান, কিছুদিন আগে পাহাড়িদের একটি সংগঠন রেম্রাচাই মারমা দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হুমকি দেন।

তার পর থেকে বেশ কিছুদিন তাকে দলীয় কর্মকাণ্ডে খুব একটা দেখা যেত না।
আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন  রেম্রাচাই চৌধুরী। সে সময় ইউপিডিএফ তাকে সমর্থন দিয়েছিল বলে শোনা যায়। তবে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি আবারো দলে সক্রিয় হন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.