আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে জনসংহতি সমিতির ২ কর্মীকে হত্যা

নিহতরা হলেন- মনায়া চাকমা (২৫) ও শান্তিময় চাকমা(১৮)।
বুধবার রাতে উপজেলার দুর্গাছড়িতে তাদের ওপর এ হামলা হয়। এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লক্ষ্মীছড়ি থানার ওসি মো. কামরুল হাসান জানান,  মনায়া ও শান্তিময় রাত পৌনে ৯টার দিকে স্থানীয় একটি চা দোকানের সামনে বসে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মনায়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় শান্তিময়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রামবাসী জানান, মনায়া ভাড়ায় মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর  শান্তিময়  ছিলেন লক্ষীছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।


এ বিষয়ে জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) লক্ষ্মীছড়ি উপজেলার সভাপতি দীমান চাকমা ও কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীরা তাদের কর্মীদের হত্যা করেছে।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন,  জনসংহতি সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.