সোমবার সকালে দুদকছড়া এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের বহনকারী একটি জিপে এ হামলা হয়।
আহতরা হলেন অনুরাগ চাকমা কলকুমার (২৬) ও সুমাস চাকমা (২০)। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পানছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, সংগঠনের দুইযুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি সদরে সমাবেশে যোগ দিতে পানছড়ি উপজেলার দুদকছড়া এলাকা থেকে জিপে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা জেলা সদরে আসছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে দুদকছড়া ব্রিজের কাছে বরহলক মগপাড়া এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে দুই নেতাকর্মী আহত হন।
ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমা অভিযোগ করেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির লোকজন এ গুলিবর্ষণ করেছে।
এ ব্যাপারে পিসিজেএসএসের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
পাহাড়ি ছাত্র পরিষদের দুইযুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি শহরে সোমবার সম্মেলন হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।