আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার ও-পিঠ --- মাসুম বিল্লাহ

একজন নির্বোধের বয়ান আমাকে কাঁদিয়েছো, তুমিও কাঁদবে সারাজীবন। আমি যতটা কষ্ট পাচ্ছি, তারও বেশি তুমি কষ্ট পাবে। আমার ছায়া, গায়ের গন্ধ, ভালোবাসা, দীর্ঘশ্বাস, আমার চোখ তাড়া করে ফিরবে তোমাকে, যতদিন বেঁচে থাকবে। বাইরের সুন্দর রূপে সবাইকে মুগ্ধ করতে পারবে, ভোলাতে পারবে, আল্লাহকে ভোলাবে কি দিয়ে? তিঁনি দেখবেন তোমার ভিতরের রূপটা। আমাকে এপারে ফাঁকি দিলে, ওপারে আল্লাহকে ফাঁকি দিবে কি করে? পারবে? পারবে না, একটুও পারবে না, বুঝলে? শোন পরী, তুমি একজন পুরুষ পাবে, কিন্তু একজন মানুষ পাবে না।

কারো শরীর পাবে, শরীরের প্রয়োজনে কিন্তু মন পাবে না। আদর পাবে-, সময় হলে কিন্তু ভালোবাসা পাবে না। একটা ঘর পাবে দরকার হলে কিন্তু ছায়া পাবে না। সুন্দর মুখ দেখবে সকাল বিকাল কিন্তু প্রিয় মানুষের মুখ কোথায়? হাত বাড়িয়ে হাত ধরবে কিন্তু আস্থা পাবে না। তাকিয়ে দুটি চোখ দেখবে কিন্তু সে চোখে দেখবে না, বিশ্বাস, ভালোবাসা, মায়া।

দেখবে, কোন কামুকের কামুক লাল চোখ। সুখ পাবে কিন্তু স্বস্তি পাবে না... আর এটাই তোমার নিয়তি। নিয়তি থেকে কেউ কোনদিন পালাতে পারেনি, তুমিও পারবে না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.