মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর চেম্বারের সামনে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী শহরের নিলটুলী এলাকার মুজিব সড়ক থেকে ঝটিকা মিছিল বের করে। পরে ফরিদপুর চেম্বারের সামনে গিয়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলকারীরা সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে বলে জানান কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।