আমাদের কথা খুঁজে নিন

   

নাপোলি থেকে পিএসজিতে কাভানি

ফরাসী লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে উরুগুয়ের স্ট্রাইকারের চুক্তির মেয়াদ পাঁচ বছর। পিএসজি অবশ্য ট্রান্সফার ফি’র অঙ্ক প্রকাশ করেনি। তবে ফরাসী গণমাধ্যমের ধারণা অঙ্কটা ৬ কোটি ৪০ লাখ ইউরোর মতো। ২০১০ সালে ইতালির আরেক ক্লাব পালের্মো থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন কাভানি। নাপোলিতে তিন মৌসুমে ৭৮ গোল করেন তিনি।

এর মধ্যে গত মৌসুমে সেরি-আ’তে তার ২৯টি গোল ছিল। পিএসজিতে যোগ দেয়ার পর ২৬ বছর বয়সী কাভানি সবার আগে জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, “এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আর চ্যাম্পিয়্ন্স লিগের জন্য চ্যালেঞ্জ জানাতেও সক্ষম। ” ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা পরের কথা।

আপাতত পিএসজি সমর্থকরা সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে কাভানির জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। গত মৌসুমে ইব্রাহিমোভিচের ৩০ গোলের সুবাদে দেড় যুগ পর পিএসজি লিগ শিরোপা জিতেছিল। কাভানি নিজেও ইব্রাহিমোভিচের সঙ্গে খেলার জন্য উন্মুখ। তিনি বলেন, “ইব্রা বিশ্বখ্যাত ফুটবলার। তার পাশে খেলে শিরোপার জন্য চেষ্টা করা আমার জন্যও প্রীতিকর হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।