আমাদের কথা খুঁজে নিন

   

লড়াইয়ে আর্সেনাল, নাপোলি, ডর্টমুন্ড

নাপোলির মাঠে খেলতে নামার আগে অবশ্য কিছুটা নির্ভার থাকতে পারে আর্সেনাল। ৩ গোলের ব্যবধানে না হারলেই নক-আউট পর্ব নিশ্চিত ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটির। আর অপর ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের কাছে বরুসিয়া ডর্টমুন্ড পয়েন্ট হারালে নেতিবাচক কোনো ফলই আটকাতে পারবে না আর্সেন ভেঙ্গার দলকে।
মুখোমুখি দেখায় নাপোলির চেয়ে এগিয়ে আছে বরুসিয়া। তাই নাপোলির জন্য হিসেবটা কঠিন-বরুসিয়া হারলে ড্র করতে হবে তাদের।

জার্মানির দলটি ড্র করলে জিততেই হবে ইতালির দলটিকে।
নাপোলি ও বরুসিয়া জিতলে তিন দলেরই পয়েন্ট হবে সমান ১২। সেক্ষেত্রে তিন দলের মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে বরুসিয়ার শেষ ষোলো পর্বে খেলা নিশ্চিত। সেক্ষেত্রে নাপোলিকে জিততে হবে সেই তিন গোলের ব্যবধানে।
হিসেব নিকেশ আর্সেনালের পক্ষে থাকলেও কোচ আর্সেন ভেঙ্গা বলে হিয়েছেন জয়ের জন্যই খেলবে তারা, "আমি এটাকে আরেকটা ম্যাচ হিসেবেই দেখছি যাতে আমরা জিততে চাই।

"
প্রতিপক্ষের কোচ রাফায়েল বেনিতেসের প্রতি শ্রদ্ধাও দেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগে তার পুরানো প্রতিপক্ষ ভেঙ্গার।
"বেনিতেস অনেক অভিজ্ঞ ও বুদ্ধিমান একজন ম্যনেজার। আমি জানি তিনি তার দলকে ভালোভাবেই প্রস্তুত করেছেন এই ম্যাচের জন্য।
২০০৫ সালে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো বেনিতেস জানেন আর্সেনালের বর্তমান শক্তিমত্তা সম্পর্কে। কিন্তু নিজেদের খেলা নিয়েই মনোযোগ দেয়ার কথা জানিয়েছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.