আমি চিন্তা করতে ভালবাসি। আর সেই চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার মাঝে আছে নির্মল আনন্দ। আমি তা খুব উপভোগ করি। আর বর্তমানে বিশ্বায়নের যুগে তা করা অত্যন্ত সহজ কাজ। যার অন্যতম মাধ্যম ব্লগিং।
সামুতে আমার অনেক লেখা আছে কিন্তু কিছু লেখা আছে যা ইংরেজীতে লেখাই ভাল। আর আমি বাংলা লেখাতে (টাইপে) এত পারদর্শীও না(ক্ষমা করবেন)। তাই শান্তি নিয়ে আমি আমার কিছু চিন্তা প্রকাশ করছি এখানে-peace যারা শান্তি নিয়ে পড়তে বা লিখতে আগ্রহী তারা এটা দেখতে পারেন। যদিও আমি এত ভাল লিখতে পারি না। তবুও লেখার চেষ্টা করছি মনের খেদ মেটানোর জন্য।
এটাও দেখতে পারেন-Peace-conflict ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।