মনের আনন্দে অথবা মনন যন্ত্রনায় মনন কথা লিখি নিশিদিন.......... গতকাল সামুতে একটি পোষ্ট কেন্দ্র করে অনেক ঝড় হযেছে । অনেকে তার প্রতিবাদ করেছে। কেউ শান্তিপূর্ন ভাবে প্রতিবাদ করেছে। আবার কেউ কেউ খুব বাজে ভাবে প্রতিবাদ করেছে। যা খুব আপত্তিজনক।
আগে ভাবতাম ব্লগে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোকের বসবাস। এখন দেখছি কিছু অসুস্থশ্রেনী সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ব্যক্তি হীন উদ্দেশ্যে অন্য কোন সম্প্রদায়ের মনে আঘাত করে এমন সব পোষ্ট দিচ্ছে। তখন আমরা যারা সাধারণ শ্রেণীর পাঠক/ব্লগার, তারা হতাশ হই। হতাশ হই এই ভেবে যে এবার বোধ হয় ব্লগ ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে। পৃথিবীতে কিছু অতি উৎসুক মানুষ আছে যারা বিতর্কিত বিষয় বেছে নেয় আলোচনায়-সমালোচনায় আসার জন্য।
তাদের এই হীন উদ্দেশ্য ছাড়া আর কোন উদ্দেশ্য প্রাথমিক ভাবে আছে বলে মনে হয় না। আর কিছু উদ্দেশ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য যা সুদুর প্রসারী পরিকল্পনা নিয়ে করা হয়। যা "ইনোসেন্স অব মুসলিমস্" প্রতিফলিত। যারা এই ধরণের পোস্ট প্রদান করে তারা কত নিচু সম্পন্ন মনের অধিকারী তা বলার অপেক্ষা থাকে না। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বা নিজের কোন ব্যক্তিগত আক্রোশ খেকে বৃহত্তর স্বার্থে যারা আঘাত করে তাদের মানুষ ভাবাও ঠিক হবে কি না তা প্রশ্নযুক্ত।
এটা বলবনা সামুতে আগে ভাল লাগত এখন আর ভাল লাগেনা। এখনও পূর্বের মত কিছু ভাল পোষ্ট হয় , কিন্তু বাজে, উদ্ভট পোষ্টের ভিড়ে সেগুলো খুঁজে পাওয়া মুশকিল। আবার অনেক ভাল ভাল ব্লগার এই সব দেখে ব্লগ ছেড়ে চলে গেছেন। অনেকে হয়তো এই ধরণের পোষ্ট অবিরত চলতে খাকলে হারিয়ে যাবেন। তাই এখনই সামু মডারেটরদেরকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে ব্লগের প্রতি।
আর যদি শস্যের ভিতরে ভূত খাকে তাহলে নীরবে চলে যাওয়া ছাড়া কিছু বলার নেই । কারণ আমরা বা আমি খুব ক্ষুদ্র মানুষ। এর বেশী কিছু করা আমাদের বা আমার মত মানুষের সম্ভব নয়। আক্রোশ সব সময় আক্রোশ-এর জন্ম দেয়, তা প্রশমিত করে না। ধন্যবাদ।
বি: দ্র:- এই পোস্টের বিষযবস্তু যদি কারও মনে আমার অনিচ্ছা সত্ত্বেও আঘাত করে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।