০
০
০
০
০
০
০
০
(এটা ছোট্ট একটা নমুনা মাত্র)
ইরাকের শিয়া ও সুন্নি অধ্যুসিত এলাকাগুলোতে রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে। সোমবারও সেখানে বেশ কয়েকটি হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে।
এই নিয়ে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত দেশটিতে অভ্যন্তরীন সহিংসতায় মোট ২৪০ জন প্রাণ হারালো। যা চলতি বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সপ্তাহ বলে বিবেচিত হচ্ছে।
এদিকে চলতি এই সহিংসতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি শিয়া-সুন্নি উভয় দায়ি করছেন।
তারা উভয়েই মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা করছে বলে অভিযোগ করেন তিনি।
জানা যায়, সোমবার শিয়া-সুন্নি অধ্যুসিত এলাকাগুলোতে বিভিন্ন স্থানে গাড়িবোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরমধ্যে এদিন রাজধানী বাগদাদেই শিয়া অধ্যুসিত অঞ্চলে ৮টি গাড়িবোমা এবং রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় সেখানে মোট ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
একই দিন দেশটির সামারা শহরের কাছে একটি ইরানি শিয়া মাজারের সামনে গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন নিহত ও আট জন আহত হয়।
এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বসরা, রামাদি, বাবেল প্রদেশের হিল্লা শহরে বোমা হামলা ও গুলিবর্ষণে প্রচুর লোক হতাহত হয়।
উল্লেখ্য, গত মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর হাউজাতে নিরাপত্তা বাহিনী শিয়াদের সহায়তায় সুন্নি অধ্যুসিত এলাকাগুলোতে অভিযান চালানোর পর থেকেই উভয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। মূলত এর পর থেকেই উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
$$$$$$কোন উস্কানি নয়$$$$$ আমার মনে হয় শান্তির একমাত্র পথ হোল--- নৈতিকতা, দ্বায়িত্বশীলতা, সহমর্মিতা:: সর্বপরি মূল্যবোধের উন্মোচন করা । যে ধর্ম মানুষকে হত্যা করতে উদ্ভুদ্ধ করে সেই ধর্মের চেয়ে একটি বানীই যথেষ্ট "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।