আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম কথার অর্থ শান্তি। অথচ দুর্ভাগ্যের বিষয় মুসলিম প্রধান বেশিরভাগ রাষ্ট্রেই আজ কাম্য রাজনৈতিক শান্তি সুস্থিতি নেই। বাংলাদেশ ব্যতিক্রম ???

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি ইসলাম কথার অর্থ শান্তি। অথচ দুর্ভাগ্যের বিষয় মুসলিম প্রধান বেশিরভাগ রাষ্ট্রেই আজ কাম্য রাজনৈতিক শান্তি সুস্থিতি নেই। পাকিস্থানে প্রধানমন্ত্রীকে তাড়িয়ে কোর্ট আর একটি মুসলিম প্রধান রাষ্ট্রের রাজনৈতিক জটিলতাকে সামনে আনল- এই খবর পড়ে এই ভাবনাটি মাথায় এলো। মুসলিম প্রধান দেশগুলির বেশির ভাগেই কেন নেই শান্তি? এর কয়েকটির জন্য সরাসরি দায়ী আমেরিকান সাম্রাজ্যবাদ। ইরাক এবং আফগানিস্থানে যে নারকীয় হত্যালীলা এবং তারপর দেশদখলের পর্ব সাম্প্রতিককালে আমরা দেখেছি তার মত শান্তি হরণকারী ঘটনা আর কি বা হতে পারে! ইরাণের ওপরও মার্কিন থাবা উদ্যত হয়ে আছে।

আবার মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশ, যার মধ্যে প্যালেস্টাইন বিশেষ উল্লেখযোগ্য, ইজরায়েল এর আগ্রাসনে নাস্তানাবুদ। বাইরের আক্রমণ ছাড়া মুসলিম প্রধান অনেকগুলি দেশে স্বৈরতান্ত্রিক বা আধা স্বৈরতান্ত্রিক শাসন জনগণের শান্তি কেড়ে নিচ্ছে। আফ্রিকার অনেকগুলি মুসলিম প্রধান দেশে আবার অশান্তির বিশিষ্ট কারণ ভয়ংকর দারিদ্র। পাকিস্থানের মত অনেক মুসলিম প্রধান দেশই সুস্থিত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারে নি। শান্তির জন্য সুস্থিত গণতান্ত্রিক ব্যবস্থা অনেকটাই সহায়ক।

অনেক প্রশ্নেই তাই বাংলাদেশের মানুষ ভালো আছেন। মোটামুটি একটা সুস্থিত গণতান্ত্রিক ব্যবস্থা, দারিদ্র আছে, কিন্তু শস্যশ্যামলা দেশটির কৃষি সম্পদ অসামান্য। সবচেয়ে বড় কথা মানুষ মূলগতভাবে এখানে বন্ধুবৎসল, উদার, দরাজ হৃদয়। ধর্মপ্রাণ কিন্তু জেহাদী নন, মুসলিম প্রধান কিন্তু পরধর্মর প্রতিও উদারচেতা। ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসায় অকৃপণ।

দেশপ্রেমিক কিন্তু দেশের সমস্যাগুলি নিয়ে সোচ্চার। ইসলাম যে শান্তির কথা বলে বাংলাদেশেই মুসলিম প্রধান দেশগুলির মধ্যে তা সবচেয়ে বেশি একথা বললে কি বাড়াবাড়ি হয়ে যাবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.