নাজমুল ইসলাম মকবুল
নাজমুল ইসলাম মকবুল এর প্যারডী গান
ইলেকশন এলে
আমার ঘুম ভাঙ্গিয়া যায়গো ইলেকশন এলে
আমি হাতে পায়ে ধরিগো ইলেকশন এলে
আমি গভীর রাতে টাকা বিলাই ইলেকশনের কালেগো
ইলেকশন এলে। ।
ভুল বুঝেনা জনগনে যায়না আমায় ভুলে
মিছিল মিটিং করে আমায় তাদের কাঁধে তুলে
উজাড় করে সকল কিছু ঢালি হৃদয় খুলেগো
ইলেকশন এলে। ।
পাশ করার পর আমার তখন বাড়ে মনে জ্বালা
কাউকে বলি সাদা এবং কাউকে বলি কালা
টাউট বাটপার দালাল রাখি বগলেরও তলেগো
ইলেকশন এলে।
।
আচার বিচার লাগলে আমি লাগাই রঙ্গের খেলা
পকেট ভারী করতে আমার হয়না অবহেলা
এনরে দিয়া তানরে লাগাই ছলে বলে কলেগো
ইলেকশন এলে। ।
জনগনের হক মারিয়া টাকা কামাই আমি
হরেক রকম সুযোগ নিয়া গাড়ী চড়ি দামী
বুড়ো আঙ্গুল দেখাই তখন সময় সুযোগ পেলেগো
ইলেকশন এলে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।