ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই
১। তোর রোল নাম্বার কত রে? কেনো ১! তোদের ক্লাসে ছাত্র ক'জন? এক জনই .....
২। আব্বা, আমি দৌড়ে থার্ড হয়েছি! তাই নাকি, কত জন মিলে দৌড়েছিলি? আব্বা ..৩ জন!!
১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্দন্দিতে সাংসদ নির্বচিত হচ্ছেন জেনে উপরের কৌতুক দুটি মনে পড়ে গেলো .... এর নাম ইলেকশন না সিলেকশন? এর জন্যই কি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ৩০ লক্ষ শহীদের আর ২ লক্ষ মাবোনের ইজ্জত দিয়ে? এর নামই কি সংসদিয় গনতন্ত্র? নির্বচন কি জনগনের পয়সায় হয় নাকি গাছের পাতা ছিড়ে ছিড়ে হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।