মাথার গিজ-গিজ
গতকাল আমাদের এখানে ভোট গেল। দ্বিতীয় বারের জন্যে কনসারভেটিভ দল ১৪৩টা আসন নিয়ে সংখ্যালগু সরকার গঠন করলো। স্টিফেন হারপার আবার প্রধান মন্ত্রী। আমাদের হ্যামিল্টন ডাওনটাওন রাইডিং থেকে অবশ্য এনডিপির সাবেক এমপি ডেভিড ক্রিস্টোফেরসন জিতলো। কিছুদিন আগে আমাদের বৈশাখী মেলায় তার নিমন্ত্রন ছিল।
সেখানে ভদ্রলোক ৫ মিনিটের বক্তিতায় ১৩ বার বাংলাদেশ বলে দর্শকদের মাতিয়ে ফেলেছিলেন। কিন্তু পাশের স্টোনি ক্রীক আসনে হ্যামিল্টনের প্রাক্তন মেয়র লেরী দিইয়ানীর হারটা ছিল খুব দুঃখজনক। বাংলাদেশী মহলে লেড়ী বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। যাইহোক, ভোট দিতে গেলাম পাড়ার একটা ইনডোর বাস্কেটবল জিম-এ। তেমন কোন লোক ছিল না।
কিছু বয়ষ্ক লোক ড্রাইভার'স লাইসেন্স দেখলো, ভোটের জায়গা দেখালো, ব্যাস, দুই মিনিটে ভোট দিয়ে বের হয়ে আসলাম। এবার সবাই কেমন জানি ভোটের ব্যাপারে নিরুৎসাহিত ছিল। আগে থেকে বোঝা যাচ্ছিল কে জিতবে। এবার এখানে মাত্র ৫৭% ভোটার তাদের রায় দিয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।