আমাদের কথা খুঁজে নিন

   

এবার দুদককে চিঠি যোগাযোগমন্ত্রীর

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে টিআইবিকে চিঠি দেওয়ার পর এবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে দুর্নীতি প্রতিরোধে যৌথসভা করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়। আবুল হোসেনের সততা নিয়ে প্রশ্ন তোলা মার্কিন তারাবার্তা উইকিলিকস প্রকাশের পর মঙ্গলবার মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে চিঠি দেন যোগাযোগমন্ত্রী; যদিও তিনি বলে আসছেন, তিনি দুর্নীতিমুক্ত এবং এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন। দুর্নীতি দমন কমিশননের চেয়ারম্যান গোলাম রহমানকে পাঠানো চিঠিতে যোগাযোগমন্ত্রী লিখেছেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আপনি কয়েকটি মতবিনিময় সভা করেছেন এবং এর সুদূরপ্রসারী ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি। "তাই যোগাযোগ মন্ত্রণালয়ের (সড়ক, সেতু ও রেল বিভাগ) উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অধিদপ্তর/সংস্থার সিনিয়র কর্মকর্তাদের অংশ গ্রহণে এ বিষয়ে একটি মতবিনিময় সভা-এ লক্ষ্য অর্জনে প্রভূত সহায়ক হতে পারে বলে আমরা মনে করি," বলেন আবুল হোসেন। কমিশন চেয়ারম্যানের অনুমতি পেলে যোগাযোগ মন্ত্রণালয় এ মতবিনিময় সভা আয়োজন করবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, নিজের স্বচ্ছতার বিষয়ে তিনি নিশ্চিত। তবে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর স্বচ্ছতা তার একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। যোগাযোগ মন্ত্রণালয়ের কাজে যাতে দুর্নীতি হতে না পারে, দুর্নীতি বন্ধ করা যায়- সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতেই দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমআই/১৪১৫ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.