পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম একটি সোনালী রাত থাকবে জ্যোৎস্নার আচলে জড়াবে আঁধার, রাতফুলেরা পেখম মেলে নেচে উঠবে শুধু কেউ গেয়ে উঠবেনা। চাঁদের আলো বাঁধ ভেঙ্গেছে, উপচে পরে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো; বাতাসের গায়ে মৃত্যুর হাহাকার ভেসে যাবে চাতক চোখ চেয়ে থাকুক দূরের ঐ আকাশে রাতের গন্ধ দেখার আশায়। কেউ একজন হেসে বলে যাবে- বৃষ্টিকে ছুঁয়ে দাও; নিশ্চল হাত বৃষ্টির কাছে কৃতজ্ঞ থাকে, আবার ধুলোমাখা পথ, রৌদ্রের উত্তাপ, আর খালি পায়ে হেঁটে যাওয়া, পথিক হেসে বলে- এত সয়ে গেছে এখন আর ফোসকা পড়েনা। বিদ্রূপ হাসি বরফের আগুন অযথাই কাদা ছোঁড়াছুঁড়ি স্বপ্ন আঁকা, অযথাই বেঁচে থাকা। .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।