আমার ব্যক্তিগত ব্লগ
সিনেমায় বহু দেখেছি, নায়িকা হালকা কাপড় পরে বরফের উপর অভিনয় করছেন। ভেবেছি কি সাংঘাতিক সহ্য শক্তি। ইন্টারভিউতে শুনলাম, আসলেই তাই গরম কম্বল নিয়ে সহকারী দাড়িয়ে থাকে, ডিরেক্টর কাট বললেই ছুটে নায়িকাকে মুরে দেয়।
আমার পরিচিত বন্ধুরা যারা বরফের দেশে ঘুরতে গিয়েছে বলল, আসলে বরফের উপর তেমন ঠান্ডা না। শুধু বাতাসটা না থাকলেই হলো।
হমম, দেখা যাক, কোনদিন যদি সেরকম জায়গায় যেতে পারি তো দেখবো। আসলে কেমন লাগে... মধ্য এশিয়ার বরফ আর অন্য জায়গার বরফের পার্থক্য কেমন। বরফের অভিজ্ঞতা আমার সামান্য আছে। শুনে হাসবে না। আমি নন্দন পার্ক এবং ফ্যান্টাসি কিংডমের ইগলু হাউজে ঢুকেছি ।
আমি বুঝিনা মানুষকে বোকা বানানোর লিমিট এরা কত সহজে পার করছে। যাই হোক, বরফ না হোক, বোকা হবার অভিজ্ঞতা তো হয়েছে।
বি: দ্র: ছবিটা দিয়েছেন শামস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।