মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! বিষাদ ------------- রমিত আজাদ সব মেঘ শরতের রূপ সুধা দেখেনা, সব নদী মিলনের মোহনায় মেশেনা। সব আলো জোৎস্নার শোভা হয়ে ভরেনা, সব জল বরষার বারি হয়ে ঝরে না। সব দিন বর্ণিল নানা রঙে রাঙেনা, সব ঢেউ ফুঁসে উঠে সৈকতে ভাঙেনা। সব ছবি নয়নের শোভা স্মৃতি রয়না, সব রোদ বিকেলের সোনা রোদ হয়না। সব মন আনমনে হিয়া হয়ে ছোটেনা, সব দাগ আঁক হয়ে মন জুড়ে কাটেনা। সব কুঁড়ি কলি থেকে ফুল হয়ে ফোটেনা, সব প্রেমে মিলনের চন্দ্রিকা ওঠেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।