আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ সুন্দরতম

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।

সন্ধ্যাকে চমকে দিয়ে নতুন শাড়ি'ই বুঝি তোমার আকস্মাৎ আগমনের হেতু। কেমন আছ? প্রশ্নে নিরুত্তর হাসির ফোয়ারায় ভরিয়ে দিলে ঘরদোর। তোমার উচ্ছল কথার বিনুনি, হাত নাড়া, অন্যমনষ্ক চুড়ি বাজিয়ে শোনালে সুরের ঝঙ্কার।

বুঝিবা ফিরে গেছো সেই ছটফটে কিশোরী বেলায় । শরীরের সন্ধ্যাভাষায় কত কী-যে বলে গেলে, বুঝিনি কিছুই। বস্তুত আমিও এখন শরীরের ভাষা ভুলে গেছি প্রাচীন পৌঢ়ের মত। প্রত্যাখ্যান'কে কখনও সখনও প্রত্যাশা ভেবে ভুল ক'রে বসি। শাড়ীতে কেমন লাগছে? প্রশ্নে তাই নিষ্পলক চেয়ে থাকি।

বলিনি, কালো শাড়িতে কিছু বিষাদ লুকিয়ে থাকে। বিষাদের নিজস্ব সৌন্দর্য আছে। বিষাদ সুন্দরতম! ২৮। ০৯। ২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।