দিন শেষে আমার একলা পাখি
তোমার কাছে যা পাই, সেটাই
অন্যরকম পাওয়া,
আমি শীতের সকাল তুমি
হাঁড় কাঁপানো হাওয়া।
তুমি ভোরের শিশির আমি
শিশির ভেজা ঘাস,
আমার ছোট্ট বুকে তোমার
দারুণ বসবাস।
হিম কুয়াশায় তুমি আমার
সারা শরীর ঢাকো,
ভীষণ শীতে কেঁপে ওঠি
কাঁপে দূরের কাকও।
নদীর জলে আমরা করি
ভীষণ দাপাদাপি,
তুমি শীতের হাওয়া বলেই
আমি শীতে কাঁপি।
লেপের নিচে তুমি আমার
একটুখানি উম.
সারাটা রাত স্বপ্নবিভোর
দুচোখ ভরা ঘুম।
তোমার কাছে যা পাই সেটাই
অন্যরকম পাওয়া,
অন্যরকম পাচ্ছি বলেই
আরো বেশি চাওয়া।
সূর্যটাকে আগলে রাখো
ওঠবে না রোদ ছাদে,
আজ আমাদের দিন কেটে যাক
বিষাদে বিষাদে।
১৮ ডিসেম্বর ২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।