আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

ভাঁজ খুলে গেলে থাকে শুধু রোজ কষ্টই অতি ব্যবহারে জীর্ণ-দীর্ণ-ক্লান্ত মাটি পুড়ে গেলে ইট পাথর আর কংক্রীট রোদেলা শহর দিনমান উদ্ভ্রান্ত অচ্ছুত কোন হাত ছুঁয়ে যায় শুস্ক বিষণ্ণতার দরজা পেরোই একলাই এঁটে বসে থাকি ভেতর থেকেই হুড়কো ঝরে ঝরে যায় অভিমানী সব মেঘছাই ফিকে হয়ে আসে গাঢ় রঙা সব কষ্ট তুমি নামে সব তোমাদের কথা ভুলছি অনেক দিনের অভ্যাসে আজ রপ্ত বেমক্কা সব হিসেবের খাতা খুলছি জমা খরচের ঘরে ঘরে যত অংক যোগ বিয়োগের চতুর খেলায় শূন্য মেঘলা বেলায় দিন কেটে যায় মন্থর ছুঁয়ে থাকে শুধু একলা বিষাদ চূর্ণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।