www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" আসলে খবরটা শোনার পর থেকে এক ধরনের অন্যরকম অস্থিরতা কাজ করছিলো, তবে অবাকও লাগছিলো না এই ভেবে যে আমরা সব সম্ভবের দেশে বাস করি, এখানে অসম্ভব বলে কিছু নাই...তাইতো মিউজিক চর্চা করাটাও আমাদের দেশে অপরাধেরই সামিল, কাল যদি দেখা যায় মিউজিক শুনার জন্য আমাকেও আটক করা হয়েছে তবে অবাক হবোনা... আর দিন বদলের সরকারের থেকে এর বেশী আশা করাটাও নিতান্ত বোকামি ছাড়া কিছু নয়.... যে দেশে স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নাই,রাস্তায় বের হলে নিজেই কখন খবরের অংশ হয়ে যায় সেই আতঙ্কে থাকতে হয় ,সে দেশে সঠিক বিচার চাওয়া আর উলু বলে মুক্ত ছড়ানো আলাদা কিছু নয়... কিন্তু বিচার হবে না বলে চুপ করে বসে থাকাটাও যে আরো বড় অপরাধ...তাই আবারও একটা জোরালো প্রতিবাদের সময় এসেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান ডিজি-টাল সরকারের এক মন্ত্রীর আত্মীয়েরপ্রভাবে এই প্রতিভাবান মিউজিশিয়ানকে গ্রেফতার করেই ক্ষান্ত হয় নাই চালানো হয়েছে পাশবিক নির্যাতনও কনসার্টের জন্য রাতে ছাদে বসে জ্যাম করাটাই তার অপরাধছিলো.... তারপর সকালে নাহিয়ানের সাথে দেখা করতে গেলে আফিফকেও আটক করা হয় "কি বালের মিউজিক করেন আপনারা?? মিডিয়া দিয়ে কি বাল ফেলবেন দেখবোনে"এই কথাগুলো বলা হয়েছে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, মিউজিক সেন্সেশন, গান পাগল এই সহজ সরল বাংলার মানুষের হৃদয় নামক গিটারের গিটারিস্ট শ্রদ্ধাভাজন আইয়ুব বাচ্চুকে সেই সাথে ছিলেন দি গ্রেট মাইলসের শাফীন আহমেদ এবং ইকবাল আসিফ জুয়েল। অন্যায়ভাবে বন্দী করা দুই উদিয়মান মিউজিক তারকা আফিফ ও নাহিয়ানের সাথে দেখা করতে চাইলে এভাবই অকথ্য ভাষায় অপমান করা হয় সঙ্গীত ভুবনের এই তিন নক্ষত্রকে... কার প্রভাবে সরকারের দুটাকার নকাররা এতটা উদ্ধ্যত আজ!!! মানবতা আজ ভূ-লুন্ঠিত, যেভাবে আমিন বাজারে নিরপরাধ ছয় ছাত্রের মৃত্যুকে পুলিশ জনগনের সামনে ডাকাত প্রমান করতে পারে নাই ঠিক একই ভাবে নাহিয়ানকেও স্বর্ণচুরির মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটকে রাখতে পারবে না...... গতকালের প্রেস রিলিজের সময় হামিন ভাই,টিপু ভাই ,বাপ্পাদা... মেকানিক্স এর ভোকাল ত্রিদিবের সাথে কথা হলো ,পাওয়ারসার্জের জামশেদের সাথেও কথা বললাম.... আপডেট ১: প্রেসক্লাব নির্ধারিত মানববন্ধন বাতিল! সরকার বিষয়টি স্পষ্ট করতে অঙ্গীকার দিয়েছে, এক বার্তায় আসিফ ইকবাল জুয়েল ভাই সবাইকে শান্ত থাকবার আহবান জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উসকানীমূলক বক্তব্য হতে বিরত হতে বলেছেন,যাতে সরকার নাহিয়ান এবং আফিফের জামিনে বিলম্ব না করে এবং BAMBA কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে তাদের, নাহিয়ান এবং আফিফ শীঘ্রই মুক্ত হবে.... আপডেট ২: অবশেষে তীব্র প্রতিবাদ এর মুখে এবং সমঝোতার পর নাহিয়ান এবং আফিফ জামিনে মুক্ত হলো , মিউজিকের জয় হলো আরো একবার..... একেই বলে তারুন্যের শক্তি যারা মিউজিককে ভালবাসেন ,স্বাধীনভাবে মিউজিক করার পক্ষে....তাদের সবাইকে পাশে পাবো আশা করি.... ফেইসবুক ইভেন্ট আমাদের সরকার তিস্তার পানি আনতে না পারলে কি হবে, থানায় মিথ্যা মালমার ঘোলা পানি কি করে থানা পর্যন্ত আনতে হয় তা খুব ভালো করেই জানে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।