কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই।
আমি অপ্রস্তুত হয়ে গেছি
তোমার হঠাৎ আগমনে
তুমি এসেছো এমনই এক সময়ে
যখন তোমাকে উপযুক্ত যায়গা দিতে পারবো না
এসেছো নিষ্পাপ হয়ে
যখন চারিদিকে পাপের ছড়াছড়ি
আমরা পারিনি এ দেশকে বাসযোগ্য করতে
এর জন্য তুমি দায়ি নও, দায়ি আমরা
আমরা ভুলে গিয়েছিলাম তোমার আগমনের কথা
স্মৃতিশক্তি লোপ পাওয়ার জন্যে নয়, ক্ষমতার লোভে
তোমার জন্য স্থান ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের নেই
তাই বলে স্বাগত জানাব না, এমন অবিবেচক নই
তুমি সদা স্বাগত মোর রাজ্যে
বঞ্চিত প্রজা হিসেবে
হয় বঞ্চিত হয়ে বঞ্চিতের অধিকার ভোগ কর
না হয় বঞ্চিত শব্দের অবসান ঘটাও
বাসযোগ্য করে যাও এ দেশকে
তবে আর আমার মত লজ্জিত হতে হবে না
নতুনকে স্বাগত জানাতে।
১৪.০১.২০১৪।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।